বনগাঁর বাচিক সংস্থা কথামৃতর ”কবিতা উৎসব ২০২৩”
নিজস্ব প্রতিনিধি, বনগাঁ: ২ অক্টোবর ,রবিবার কবিতা উৎসব অনুষ্ঠিত হল বনগাঁ হাইস্কুলের লালবাড়িতে।এই উৎসবের শুভ সূচনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী কুশল চক্রবর্তী।কথামৃত সম্মাননা জানানো হয় প্রবীণ বাচিক শিল্পী অমল সাধু কে।পরবর্তীতে কথামৃতের ছাত্রছাত্রীরা একক,দ্বৈত ও সমবেত আবৃত্তি পরিবেশন করেন।এছাড়াও ছিল শ্রুতি নাটক,ছিল আবৃত্তির সঙ্গে নৃত্য।কথামৃতের শিক্ষিকা রুমা চট্টোপাধ্যায়ের তত্বাবধানে সমগ্র অনুষ্ঠানটি পরিচালিত হয়।একক সংগীত পরিবেশন করেন দেবাদৃতা মুখোপাধ্যায়।