সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ ঘোষণা শাহের
নিজস্ব সংবাদদাতা : মহিলাদের জন্য সরকারি চাকরিতে ৩৩ শতাংশ সংরক্ষণের বড় প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। ত্রিপুরায় ২০০ কোটি ব্যয়ে একটি জাতীয় ফরেন্সিক সায়েন্স বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে বলে জানান শাহ। ত্রিপুরায় বিজেপি-IPFT সরকারের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষ্যে একটি সভায় ভাষণ দিতে গিয়ে আজ একথা বলেন অমিত শাহ।
জেনে রাখা ভালো আন্তর্জাতিক নারীদিবস উপলক্ষ্যে ত্রিপুরার মেয়ে-মহিলাদের জন্য সরকারি চাকরিতে ৩৩ শতাংশ সংরক্ষণের প্রতিশ্রুতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল। পাশাপাশি আগরতলায় এদিন অমিত শাহ আরও বলেন যে, ৪ বছরে ত্রিপুরাবাসীর মাথা পিছু আয় ১৩ শতাংশ বেড়েছে। এরই সাথে শাহ দাবি করেন যে কৃষকদের আয় দ্বিগুণ হয়েছে। দেশের অন্যান্য অংশের সঙ্গে আগরতলা রেলপথে জুড়েছে। প্রায় ৫৪২ কিলোমিটার জাতীয় সড়ক তৈরি হয়েছে।
বিজেপির ইশতেহারে যে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তার সবটাই পূরণ করা হবে এমনটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন আশ্বাস দেন।
ছবি – সংগৃহীত।