মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চলেছেন অমরিন্দর সিং?
নিউজ ডেস্ক : পাঞ্জাব কংগ্রেসের ডামাডোলের জেরে মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংকে ইস্তফা দেওয়ার নির্দেশ দিল কংগ্রেস হাইকমান্ড, এমনটাই সূত্রের খবর। সেখানে উপস্থিত থাকবেন পাঞ্জাবের পর্যবেক্ষক কংগ্রেস নেতা অজয় মাকেন। তার আগেই সূত্র মারফত এই খবর আসছে। পাশাপাশি শোনা যাচ্ছে দল পদত্যাগ করতে বললে অমরিন্দর সিং দলত্যাগও করতে পারেন।
এদিন পাঞ্জাব প্রদেশ কংগ্রেসের সভাপতি নভজ্যোত সিধুর শিবির থেকে দাবি করা হয় দলের হাইকমান্ড অমরিন্দর সিং-এর সঙ্গে কথা বলেছে এবং তাঁকে ইস্তফা দেওয়ার নির্দেশ দিয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই কিছুক্ষণের মধ্যে অমরিন্দর সিং জানান. এইভাবে আর মুখ্যমন্ত্রীর পদ আঁকড়ে থাকা যায় না।
সূত্রের খবর, এদিন দুপুর ২ টোয় অমরিন্দর সিং সমর্থকদের নিয়ে একটি বৈঠক ডেকেছেন। সূত্র বলছে ক্যাপ্টেন চাইছেন দল যদি চায় তবে পদ থেকে সসম্মানে সরে যেতে। ইতিমধ্যেই দলের হাইকমান্ড থেকে একজন নতুন পরিষদীয় দলনেতা বাছাইয়ের কথা ভাবা হচ্ছে।