Breaking Newsএনজিও কথা

বাগদার সেবায় সক্রিয় থাকবে ভারতীয় জন সেবা মিশন

নিজস্ব প্রতিনিধি, বাগদা : সমাজসেবী প্রতিষ্ঠান ভারতীয় জন সেবা মিশন বাগদা ব্লক এলাকাতে ২০ জুলাই,মঙ্গলবার সকাল দশটা থেকে বৃক্ষ রোপনের মধ্য দিয়ে ,বাগদা ব্লক এলাকার সর্বস্তরের সহনাগরিকদের সঙ্গে নিয়ে এবং সর্বস্তরের নাগরিক সমাজের পরিবেশ ,সংস্কৃতি ,জীবন ও জীবিকা সম্পর্কিত বিভিন্ন ধরনের জনসেবা মূলক কাজের আনুষ্ঠানিক শুভ সূচনা সম্পন্ন হয়।

মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ ভারতীয় জন সেবা মিশনের পক্ষে এলাকার ছাত্র ,ছাত্রী ও সৃষ্টিশীল কাজকর্মের সাথে যুক্ত নৃত্য শিল্পী,শিক্ষক, কবি,লেখক সহ অন্যান্য সহনাগরিকদের সঙ্গে নিয়ে পারমাদন বীট অফিসে সংশ্লিষ্ট দফতরের বীট অফিসারের অনুমতিক্রমে চারাগাছ সংগ্রহ করে বাগদা থানাতে ভারপ্রাপ্ত আধিকারিক উৎপল সাহার সহযোগিতায় ,অন্যান্য আধিকারিকরা ভারতীয় জন সেবা মিশনের প্রতিনিধিদের সাথে একত্রে থানার মাঠে বৃক্ষ রোপন করেন।

পরবর্তীতে বাগদা বিডিও অফিসের মাঠে বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়,পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরুণ ঘোষ,পঞ্চায়েত সমিতির সদস্যা প্রতিমা রায়,শিক্ষক অঘোর হালদার ,সমাজসেবী শাহাদাদ মন্ডল সহ অনেকেই বৃক্ষ রোপন সপ্তাহের এই বিশেষ কর্মসূচীতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।সমগ্র কর্মসূচী সফল করার জন্য ভারতীয় জন সেবা মিশনের পক্ষে প্রজেক্ট কো অর্ডিনেটর (বাগদা ব্লক) জয়দীপ চক্রবর্তী সংশ্লিষ্ট সকল কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।