Headlines

বারাসাত পৌরসভার উদ্যোগে স্কুল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের ভ্যাকসিন প্রদান

নিজস্ব প্রতিবেদক : বারাসাত পৌরসভার উদ্যোগে ১১ জুন স্কুল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের ভ্যাকসিন প্রদান কর্মসূচী আয়জিত হলো। বারাসাত পৌরসভা বিদ্যাসাগর হলে বারাসাত শহরে সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের জন্য করোনা ভ্যাকসিন প্রদানের ব্যবস্থা করে বারাসাত পৌরসভা। ইতিমধ্যেই বহু শিক্ষক শিক্ষিকাদের ভোটের ডিউটি থাকায় ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া হয়ে গেছে , কিন্তু এখনো বহু সংখ্যক শিক্ষক-শিক্ষিকাদের ভ্যাকসিন গ্রহণ করা বাকি রয়েছে। তাদের কথা চিন্তা করে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী এদিন এই ভ্যাকসিন প্রদানের ব্যবস্থা করা হয়। প্রায় ৪০০ জন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী সহ স্কুলের বোর্ডের দায়িত্বে যারা রয়েছেন, যাদের বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে তাদের ভেকসিন প্রদান করা হয়। এর থেকেও বেশি সংখ্যায় যদি শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত হন তাহলে তাদের কেউ ভ্যাকসিন দেওয়া হবে জানান বারাসাত পৌরসভার পৌর প্রশাসক সুনীল মুখার্জী। সকলকে কো-ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়। ভ্যাকসিন প্রদান কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। পাশাপাশি উপস্থিত ছিলেন বারাসাত পৌরসভার পৌর প্রশাসক সুনীল মুখার্জী সহ প্রশাসক মন্ডলীর সদস্যরা।