Breaking Newsশহরস্বাস্থ্য

ফ্রি ভ্যাকসিনের নয়া গাইডলাইন, কি আছে এই গাইডলাইনে আসুন দেখে নি ?

বি এন ই ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টিকাকরণ নিয়ে নয়া নীতি কথা জানিয়েছিলেন। সূত্রের খবর তবে কিভাবে টিকাকরণ হবে তা কেন্দ্রের তরফে পরে জানানো হবে বলেছিলেন। এবার সেই টিকাকরণ এবং টিকার বন্টন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল কেন্দ্র। এদিন টিকাকরণ নিয়ে একাধিক নির্দেশিকা জারি করা হল।
নতুন নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যের জনসংখ্যা (Population), আক্রান্তের সংখ্যা, টিকাকরণের গতির উপর নির্ভর করেই রাজ্যগুলো টিকা পাবে। গাইডলাইনে ভ্যাকসিন নষ্ট নিয়ে রাজ্যকে সতর্ক করা হয়েছে |ভ্যাকসিনের অপচয় হলে বরাদ্দকৃত ভ্যাকসিনের উপর প্রভাব পড়বে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণার একদিন পরই সংশোধিত নির্দেশিকা জারি করা হয়েছে। সোমবার প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন যে, ২১ জুন থেকে সমস্ত রাজ্যের সমস্ত প্রাপ্তবয়স্কদের জন্য কেন্দ্রীয় সরকার বিনামূল্যে করোনার ভ্যাকসিন সরবরাহ করবে।