২ প্রার্থীকে বাদ দিলেন প্রধান বিচারপতি! সিবিআইয়ের পরবর্তী প্রধান কে হবেন?
নিউজ ডেস্ক: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআইয়ের (CBI) পরবর্তী প্রধান কে হবেন? এই নিয়ে ৯০ মিনিটের আলোচনার পরও সোমবার কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌছাতে পারেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ৩ সদস্যের কমিটি। সূত্রের খবর, সুপ্রিম কোর্টের একটি রায়ের দোহাই দিয়ে প্রধান বিচারপতি এম ভি রামানাকেন্দ্রের পছন্দের দুই প্রার্থীর নাম বকলমে বাতিল করে দিয়েছেন। যার ফলে সিবিআই প্রধান নির্বাচনে বেড়েছে জটিলতা।
চলতি বছর ফেব্রুয়ারিতে ঋষিকুমার শুক্ল অবসর নেওয়ায় বর্তমানে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন সিবিআইয়ের অতিরিক্ত ডিরেক্টর প্রবীণ সিনহা। তার জায়গায় আসবেন নয়া ডিরেক্টর। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে নতুন সিবিআই ডিরেক্টর নির্বাচন নিয়ে বৈঠক ছিল তিন সদস্যের কমিটির। যার সদস্য খোদ প্রধানমন্ত্রী মোদি, লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী এবং দেশের প্রধান বিচারপতি এম ভি রামানা। তিন সদস্যের এই কমিটির মধ্যে প্রায় ৯০ মিনিট আলোচনা হয় পরবর্তী সিবিআই প্রধানের নির্বাচন নিয়ে। কানাঘুষো শোনা যাচ্ছিল এই পদে বসার দৌড়ে এগিয়ে রয়েছেন রাকেশ আস্তানা, যোগেশ মোদি-সহ বেশ কয়েকজন আইপিএস অফিসার। কিন্তু প্রধান বিচারপতি রামানা সরকারের প্রথম দুই পছন্দের প্রার্থীকেই বাতিল করে দিয়েছেন সুপ্রিম কোর্টের একটি নির্দেশের উল্লেখ করে। তিনি জানান, চাকরির মেয়াদ ছ’মাস বাকি থাকতে কোনও সরকারি আমলাকে পুলিশ প্রধানের দায়িত্বে বসানো আইনবিরোধী।