Breaking NewsHeadlinesশহর

ধেয়ে আসছে ‘ইয়াস’, দিঘায় শুরু জলোচ্ছ্বাস মাইকিংয়ে প্রচার পুলিশের

নিউজ ডেস্ক : গতি বাড়িয়ে ক্রমেই স্থলভূমির দিকে ধেয়ে আসছে ‘ইয়াস’ ৷ মঙ্গলবার সকাল থেকে দিঘা সহ উপকূলবর্তী এলাকায় শুরু হয়েছে বৃষ্টি৷ ওড়িশা ও বাংলা উপকূল এলাকায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। স্বভাবতই, ‘ইয়াস’ পরবর্তী পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত জেলাপ্রশাসন।

সৈকত নগরী দিঘা, মন্দারমনি, তাজপুর, শঙ্করপুর সহ উপকূল এলাকায় নামানো হয়েছে বিপর্যয় মোকাবেলা বাহিনী। পাশাপাশি নামানো হয়েছে নৌবাহিনীও। দিঘা সহ বিভিন্ন উপকূলবর্তী এলাকায় মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দিঘা সহ বিভিন্ন উপকূলবর্তী এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে। এখনও পর্যন্ত দিঘা থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে ঘূর্ণিঝড় ‘ইয়াস’ অবস্থান করছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে।