পঞ্জাবের মোগায় ভেঙে পড়ল মিগ-২১
নিউজ ডেস্ক : আকাশের বুকে দুর্ঘটনার শিকার ভারতীয় সেনার Indian Air Force MiG-21। এদিন ভোর রাতে পাঞ্জাবের মোগায় এই বিমান ভেঙে পড়ে। জানা গিয়েছে, রুটিন ট্রেনিং চলাকালীন দুর্ঘটনার কবলে পড়ে যুদ্ধবিমানটি। ঘটনায় স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরী গুরুতর আহত হন। পরে তিনি মারা যান। কেন এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে বায়ুসেনা৷ এই বিষয়ে বায়ুসেনার তরফে একটি টুইট করে স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরীর মৃত্যুতে শোকজ্ঞাপন করা হয়।
। জানা গিয়েছে পাঞ্জাবের খুর্দ গ্রামে এই এয়ারক্রাফ্ট ভেঙে পড়ে। জানা গিয়েছে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টি নাগাদ ঘটনাটি ঘটে। পুলিশকে ঘটনাটি জানানো হয় সাড়ে ১১টা নাদাগ। পঞ্জাবের মোগার ভগপুরানাক লঙ্গিয়ানা খুর্দ গ্রামের কাছে ভেঙে পড়ে যুদ্ধবিমানটি। এর প্রায় তিন ঘণ্টা পরে খোঁজ মেলে বিমানের পাইলটের।