কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে বেড়েই চলেছে তাপমাত্রা, অস্বস্তিকর গরমের নাকাল শহরবাসী
বি এন ই : কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে বেড়েই চলেছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর গত ২৪ ঘণ্টায় এক ধাক্কায় ৫ ডিগ্রি বেড়েছে তাপমাত্রা। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.২ ডিগ্রি। আজ মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি ছুঁতে পারে বলেই পূর্বাভাস রয়েছে।
দাবদাহ ও প্যাচপ্যাচে গরমে অস্বস্তি বাড়বে বলেই জানা যাচ্ছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কলকাতায় শুক্রবারের আগে বর্জ্রগর্ভ মেঘ সৃষ্টির কোনো পূর্বাভাস নেই। একদিকে দেশের পশ্চিমে ঘূর্ণিঝড় তকতের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। পূর্বে বাড়ছে তাপমাত্রা। তবে এবছর সময়ের আগেই কেরলে তথা গোটা দেশে বর্ষা প্রবেশ করবে বলে জানানো হয়েছিল দিল্লির মৌসম ভবনের তরফে।