রাজ্যের আইন-শৃঙ্খলার দায়িত্ব এখন রাজ্যেরই জানালো হাইকোর্ট
বি.এন.ই.লাইভ : রাজ্যে ভোট-পরবর্তী হিংসা নিয়ে একটি জনস্বার্থ মামলা করা হয়েছিল, সেই মামলার শুনানিতে হাইকোর্ট রাজ্য সরকারের প্রশংসা করল। পরবর্তী শুনানি হবে মঙ্গলবার। সেদিনই হিংসার ঘটনা ও তাতে প্রশাসনের ভূমিকা নিয়ে আলোচনা করা হবে বলে জানা গিয়েছে।
জেনে রাখা দরকার জনস্বার্থ মামলাটি দায়ের করেছিলেন অনিন্দ্যসুন্দর দাস নামে এক আইনজীবী। ভোট পরবর্তী হিংসায় রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ করেন তিনি। সেই মামলারই শুনানি ছিল আজ। কেন্দ্র এবং রাজ্য—সকলকে এই সমস্যার মোকাবিলার কথাও বলে হাইকোর্ট।
আজ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির এজলাসে মামলার শুনানি হয়। মামলার শুনানিতে সোমবার উচ্চ আদালতে রাজ্যের তরফে বলা হয় ৭ এবং ৮ মে-র পর থেকে আর কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। রাজ্যের এই জবাবে সন্তুষ্ট হাইকোর্ট বলে জানা গেছে। আদালতের মতে, দ্বায়িত্ব নেওয়ার পর থেকে হিংসা বন্ধের জন্য রাজ্য যে ভূমিকা নিয়েছে তা প্রশংসনীয়। সবাইকে একসঙ্গে এই সমস্যার মোকাবিলা করতে হবে। এরই সাথে আদালত স্পষ্ট করে দেয় আইন শৃঙ্খলা এখন রাজ্যেরই দায়িত্ব।