Headlines

৫ মে শপথ নেবেন মমতা, লক্ষ্মীবারেই বিধায়কদের শপথগ্রহণ

বি এন ই লাইভ : বিধানসভা নির্বাচনে বিপুলসংখ্যক ভোটে জয়লাভ করলেন মমতা ব্যানার্জী। ২০১১,২০১৬,২০২১ পরপর তিনবার জয়লাভ করে হ্যাটট্রিক তৃণমূল সুপ্রিমো মমতার।

কোভিড পরিস্থিতিতে তাড়াতাড়ি প্রশাসনিক দায়িত্ব নিয়ে নিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তাই আজ গণনার পরের দিনই তৃণমূল ভবনে নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। ওই বৈঠকে সর্বসম্মতিতে মমতাকে পরিষদীয় দলনেত্রী হিসেবে নির্বাচন করেন তৃণমূলের জনপ্রতিনিধিরা। বুধবার মুখ্যমন্ত্রী হিসেবে তিনি শপথ নিতে চলেছেন বলে ঘোষণা করলেন পার্থ চট্টোপাধ্যায় । ৬ মে জয়ী বিধায়করা শপথগ্রহণ করবেন বলে জানা গেছে।

২০২১ এর বিধানসভা ভোটে মমতার একুশের মহাসংগ্রামে বাংলার মানুষের উজাড় করা ভালোবাসা আর সমর্থন তৃতীয়বারের জন্য গঙ্গাপাড়ের নীলবাড়ি ‘নবান্নে’র ১৪ তলায় পৌঁছে দিল মমতাকে। এখন শুধুই নবান্নে পা রাখার অপেক্ষা। ৫ মে (বুধবার) শপথ নেবেন মমতা।

কোভিড-কালে ছোট পরিসরেই শপথগ্রহণ অনুষ্ঠান করা হবে বলে জানিয়েছেন মমতা। তিনি বলেন,”আমি বলেছি, শপথ হলেও অনুষ্ঠান করে করব না। কোভিড পরিস্থিতি কাটলে আমরা সেলিব্রেশন করব। ব্রিগেডে ভারতের সব নেতানেত্রীকে আমন্ত্রণ জানাব।