তৃণমূল ছাড়লেন প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাস
বি. এন. ই. লাইভ : বিধানসভা ভোটের মধ্যেই তৃণমূল ছাড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাস।তৃণমূল শীর্ষ নেতৃত্বকে ইমেল করে জানালেন দলত্যাগের সিদ্ধান্ত। কিছুদিন ধরে সিএএ নিয়ে তৃণমূলের সঙ্গে ভিন্ন অবস্থান ছিল তাঁর এমনটা জানা গেছে। তার জেরেই কি দলত্যাগ উপেন বিশ্বাসের, উঠছে প্রশ্ন। তবে উপেন বিশ্বাস নিজে জানিয়েছেন, ব্যক্তিগত কারণে তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত। সিবিআইয়ের অবসরপ্রাপ্ত এই আধিকারিক ২০১১-র বিধানসভা নির্বাচনে বাগদা আসন থেকে জিতে রাজ্যের মন্ত্রী হয়েছিলেন।
জেনে রাখা দরকার ২০১১ এর বিধানসভা নির্বাচনে বামফ্রন্টকে সরকারকে হঠাতে সৈনিক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যাঁরা দাঁড়িয়েছিলেন, তাঁদের মধ্যে অন্যতম উপেন বিশ্বাস। ২০০২ সালে সিবিআইয়ের অ্যাডিশনাল ডিরেক্টর হিসেবে অবসর নিয়েছিলেন তিনি। ২০১১-র ভোটে তৃণমূল জয়ী হওয়ার পর উপেন বিশ্বাস মন্ত্রী হয়েছিলেন। উপেন বিশ্বাস তাঁর পদত্যাগপত্র ইমেল মারফৎ দলের সভাপতি সুব্রত বক্সী ও উত্তর ২৪ পরগনার তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিককে পাঠিয়ে দিয়েছেন এমনটা জানা গেছে।