পঞ্চায়েত

তৃণমূলের অনেক বাইক ছুটল বাগদা থেকে বনগাঁ

জয়দীপ চক্রবর্তী , বাগদা : শনিবার সকাল এগারোটা থেকে বাগদা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বে এক বর্ণাঢ্য মোটরসাইকেল অভিযানের আয়োজন করা হয় ।বাগদা উচ্চতর বিদ্যালয় থেকে শুরু হয়ে বনগাঁর মতিগঞ্জে এই বাইক মিছিল শেষ হয়। মোটরবাইক মিছিলের শুভ সূচনা করতে এসেছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী।সংখ্যায় প্রায় হাজারেরও বেশি বাইকে করে তৃণমূল যুব সংগঠনের কর্মী-সমর্থক,নেতৃত্ব থেকে দলীয় বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি সহ সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক অন্যরকম মাত্রা যোগ করে এই বাইক মিছিলের কর্মসূচী কে সাফল্যমণ্ডিত করে।ছাত্র, যুব, মহিলা,কৃষক,শ্রমিক সহ সমাজের সর্বস্তরের সাধারণ মানুষের কেন্দ্রীয় বঞ্চনা,আমফান ও কোভিড পরিস্থিতিতে রাজ্য সরকারের প্রাপ্যের টাকা না দেওয়া, নাগরিক আইন,কৃষি আইন সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপির সাম্প্রদায়িক সম্প্রীতির বিনষ্ট করতে লাগাতার প্ররোচনা ও উস্কানির বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধে বারংবার গর্জে উঠছিল মিছিলের মুখ। কর্মসূচী তে অংশগ্রহণ করেন বাগদা পূর্ব ব্লক তৃণমূলের সভাপতি পরিতোষ কুমার সাহা,পশ্চিম ব্লক সভাপতি অঘোর হালদার, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কিঙ্কর মন্ডল,পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়,শিক্ষক নেতা শ্যামল সর্দার, মহিলা নেত্রী মাধুরী সরকার, এসসিএসটি সেলের জয়ন্ত বিশ্বাস,পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অরূপ পাল থেকে শুরু করে যুব নেতা সম্রাট মন্ডল, গৌতম মন্ডল সহ অসংখ্য দলীয় কর্মী সমর্থক,পদাধিকারী,জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ।সামগ্রিক কর্মসূচী কে সাফল্যমণ্ডিত করতে ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কিঙ্কর মন্ডল সর্ব স্তরের নাগরিকদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।