করোনা আবহে সফল সামাজিক উদ্যোগ
জয়দীপ চক্রবর্তী, বাগদা: এই সময়ে এক অভূতপূর্ব বিপর্যস্ত করোনাক্রান্ত “কোভিড – 19” পরিস্থিতির মধ্যে দিয়ে তামাম পৃথিবী তথা আমাদের ভারতবর্ষ কে এক বিচিত্র লড়াইয়ের মধ্য দিয়ে অগ্রসর হতে হচ্ছে,সেই সাথে তীব্র থেকে তীব্রতর হতে শুরু করেছে কমবেশি প্রতিটি ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট,যা গভীর দুশ্চিন্তার অন্যতম উপাদান হয়ে উঠেছে নাগরিক সমাজ তথা সমগ্র শুভ বুদ্ধি সম্পন্ন সহনাগরিকদের কাছে৷সামগ্রিকভাবে এমত পরিস্থিতির সঙ্গে সংগতি রেখে, গত ১৮ই ডিসেম্বর,শুক্রবার স্থানীয় স্তরে রক্তের চাহিদা পূরণের লক্ষ্য কে অগ্রাধিকারের মধ্য দিয়ে মান্যতা দিতে মহতী এক স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হলো হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ে।
যথাক্রমে নাট্যসংস্থা হেলেঞ্চার সংশপ্তকও কলকাতার
সমলয় এবং সাহিত্য পত্রিকা যথাক্রমে ফাতনা,উৎসমুখ এর সামগ্রিক উদ্যোগে অনুষ্ঠিত এই রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন ড.বি.আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড.চিত্তরঞ্জন দাস।প্রধান অতিথির আসন অলংকৃত করেন অধ্যাপক,ডঃ অনুপ কুমার বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য পরিতোষ কুমার সাহা, সি.ডি.ও নদীয়া অশোক বাড়ৈ,কবি সাহিত্যিক বাদল কৃষ্ণ সরকার,হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু বিশ্বাস, শিক্ষক প্রণব পাল,আজিজ মন্ডল,বাসুদেব বিশ্বাস,অপূর্ব বিশ্বাস।হেলেঞ্চার সৃষ্টিশীল পরিসরের প্রিয় মুখ সৌরভ বাগচী।উপস্থিত ব্যক্তিবর্গের মধ্যে অন্যতম গৌতম রায়,অনুপ ঘোষ,তাপস রায়,মাধুরী সরকার,প্রণয় দেবনাথ,সংঙ্গীত শিল্পী গনেশ মুখার্জী,তাপস মন্ডল,বিচিত্র বিশ্বাস,অরিন্দম বিশ্বাস,রাতুল তরফদার,রনিতা রায় প্রমুখ।
সমগ্র কর্মসূচী টি একক সঞ্চালনার মধ্য দিয়ে সুসম্পূর্ণ করেন কবি,নট ও নাট্যকার,সঙ্গীত শিল্পী,ভাষা সৈনিক,সাহিত্য পত্রিকা সম্পাদক,সকলের প্রিয় সত্য মোদক।কর্মকর্তা ও পৃষ্ঠপোষকদের থেকে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়া তে জানা গেছে এই স্বেচ্ছা রক্তদান শিবিরে ৫৮ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেছেন।
এই শিবির থেকে এলাকার অন্যতম সমাজকর্মী,সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, “ফাতনা” সাহিত্য পত্রিকার সম্পাদক সত্য মোদক তাঁর জীবিত জীবনের রক্তদানের সংখ্যাতত্ত্বে ৩০ তম বারের গন্ডি অতিক্রম করলেন।এই ধরনের মহতী উদ্যোগের সাথে দীর্ঘদিন ধরে সার্বিক ভাবে যুক্ত থাকার মধ্য দিয়ে এই স্বেচ্ছা রক্তদানের নিরিখে রেকর্ড সংখ্যা কে স্পর্শ করার জন্য তাকে বিশেষ সম্মান প্রদান করা হয়৷ওই দিন সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন “বাগদা ব্লক চর্যাপদ” ও “সুর লহরীর” শিল্পী বৃন্দ।
অন্যদিকে,এই করোনাক্রান্ত আবহের মধ্যে এই রক্তদান শিবিরটি সর্বাঙ্গীণ সফলতার ঠিকানায় পৌঁছে দেবার জন্য সকলকে অভিনন্দন জানান, সংগঠন গুলির পক্ষ থেকে হেলেঞ্চা সংশপ্তকের পরিচালক কমিটি।