পঞ্চায়েত

বাগদার মানুষের বন্ধু হতে পেরেছেন তৃণমূলের পরিতোষ কুমার সাহা

জয়দীপ চক্রবর্তী ,বাগদা : শুক্রবার,বরাবরের অভ্যাস মতো প্রাত ভ্রমণে বেরিয়ে কোলা আদিবাসী পাড়ার,দুস্থ ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের মায়েদের হাতে এই বিপর্যস্ত, করোনাক্রান্ত,উপার্জনে তীব্র মন্দা চলাকালীন পরিস্থিতিতে বস্ত্র তুলে দিলেন বাগদা পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা উঃ ২৪ পরগনা জেলা পরিষদের অন্যতম সদস্য পরিতোষ কুমার সাহা ।এই অভূতপূর্ব বিপর্যস্ত করোনাক্রান্ত পরিস্থিতির শুরু থেকেই পরিতোষ বাবু গোটা ব্লকের বিভিন্ন গ্রামের এক প্রান্ত থেকে ও অন্য প্রান্তে ছুটে চলেছেন দলমতনির্বিশেষে বিপন্ন মানুষের সাহায্যার্থে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে বলাতে পরিতোষবাবু নিজেই আপত্তি করলেন,ওনার কথাই অনেকেই এই উদ্যোগে সহযোগিতা করেছেন।সে যাইহোক, বিষয় টি এখানে আমাদের এই স্বাধীনতার পর থেকেই দীর্ঘদিন ধরে নানাভাবে পিছিয়ে পড়া বাগদা বিধানসভা এলাকা,তারপর একে করোনা অন্যদিকে আমফানের মতো জোড়া ফলা তে ধরাশায়ী এই কৃষিপ্রধান এলাকার মাঠের পর মাঠ ছারখার অন্যদিক লকডাউনে জীবন জীবিকার উপর আঘাত ,এই রকমের দুর্ভাগ্যজনক সামগ্রিক পরিস্থিতি থেকে গোটা বিধানসভা এলাকার লক্ষাধিক সাধারণ মানুষ,এই পরিস্থিতি সার্বিক মোকাবিলা সহ বিভিন্ন সরকারি, বেসরকারি,ব্যক্তিগত উদ্যোগের মধ্যে দিয়ে উত্তরণের পথ নির্ধারণ সহ সম্পূর্ণ ভাবে চেনা ছন্দ ফিরে পেতে দিনরাত এক করে পরিতোষবাবু সহ ওনার অনুগামীদের বিপন্ন,দুস্থ, আর্ত মানবতার সেবায় আলাদা আলাদা ভাবে টিম করে লাগাতার সাধারণ মানুষের স্বার্থে নিজেদের নিয়োজিত রাখা,এই রকমের মহতী উদ্যোগের জন্য কোনো প্রশংসায় যথেষ্ট নয়।যদিও পরিতোষবাবুরা এই বিষয়ে মন্তব্যহীন,উদাসীনই বলা চলে।এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়া তে পরিতোষ বাবু বলেন – ” কি করছি,কেন করছি,কতটা করতে পেরেছি,আদেও পেরেছি কিনা আমরা এখন এইসব হিসাবনিকাশের সময় নয়, যেকোনো মূল্যে দলমতনির্বিশেষে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, এটাই আমাদের উদ্দেশ্য,আমাদের লক্ষ্য,আমাদের কর্মসূচী। “