Breaking News

চলে গেলেন সৌমিত্র চট্টোপাধ্যায়! বাংলা জুড়ে শোকের ছায়া

করোনা জয়ের পরেও তাঁর ফের একবার ফিরে আসা নিয়ে আশা দেখেছিলেন অনেকেই। তবে সবমিথ্যা করে এদিন চলে গেলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। বয়স হয়েছিল ৮৬ বছর। রবিবার বেলা ১২টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৪০ দিনের টানা লড়াই শেষ। হেরে গেলেন মৃত্যুর কাছে।

 সত্যজিৎ রায়ের হাত ধরে ১৯৫৮ সালে প্রথম চলচ্চিত্রের দুনিয়ায় পা রাখেন সৌমিত্র। ‘অপুর সংসার’ থেকে যে যাত্রা শুরু হয়েছিল, সে সংসারের যবনিকা পতন হল। চলচ্চিত্র অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের কথা বলতে গেলে স্রষ্টা হিসাবে উঠে আসবে সত্যজিৎ রায়ের কথাই। যে মাণিক তিনি চিনেছিলেন, তা প্রায় ৬ দশক ধরে উজ্জ্বল করে রাখল বাংলা তথা ভারতীয় সিনেমাকে। আকিরা কুরোসাওয়ার যেমন তোসিরো মিফুনে, আন্দ্রে ভাইদার যেমন ভেরোদ দ্যপার্দু, ইঙ্গমার বার্গম্যানের যেমন ইনগ্রিড বার্গম্যান, সত্যজিতের তেমন সৌমিত্র। তবে ‘রেড বিয়ার্ড’ করার পর কুরোসাওয়া-মিফুনে জুটি ভেঙ্গে যায়, সত্যজিৎ-সৌমিত্র জুটি ছিল পরিচালকের শেষ দিন পর্যন্ত বহাল। ১৪টি ছবিটিতে অভিনয় সত্যজিৎ সৌমিত্রকেই বেছেছিলেন। তবে সৌমিত্র চট্টোপাধ্যায় বাংলার প্রথম সারির বহু পরিচালকের সঙ্গে কাজ করেছেন। তপন সিনহার ‘ঝিন্দের বন্দী’, ‘আতঙ্ক’, তরুণ মজুমদারের ‘সংসার সীমান্তে’, ‘গণদেবতা’, অজয় করের ‘সাত পাকে বাঁধা, ‘পরিনীতা’, থেকে শুরু করে প্রজন্মের পর প্রজন্মের পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তিনি। যতদিন বাংলা ছবি থাকবে লোকের স্মৃতিতে অক্ষয় হয়ে থাকবে সৌমিত্রর অভিনয় বসন্ত বিলাপ, প্রথম কদম ফুল, তিন ভুবনের পারে,মণিহার,স্ত্রী,কোনি সহ বহু ছবিতে। নতুন প্রজন্মের পরিচালক গৌতম ঘোষের ‘দেখা’,ঋতুপর্ণ ঘোষের ‘অসুখ’, সুমন ঘোষের পদক্ষেপ, সৃজিত মুখোপাধ্যায়ের হেমলক সোসাইটি, শিবপ্রসাদ-নন্দিতা রায়ের ‘বেলাশেষে’ অতনু ঘোষের ‘ ময়ুরাক্ষী’ সহ আরও বেশ কিছু ছবিতে তাঁর অভিনয়ে এ প্রজন্মের দর্শককে বিস্ময়াবিষ্ট করেছেন তিনি । সেরা অভিনেতার জাতীয় পুরস্কার তিনি বেশ দেরিতেই পেয়েছেন। ‘পদক্ষেপ’ ছবিতে তিনি এই পুরস্কার পান। তবে ভারতীয় ছবির সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হন তিনি ২০১২ সালে। তবে তাঁর অনেক আগেই ভারত সরকার ২০০৪ সালে পদ্মভূষণ অ্যাওয়ার্ডে ভূষিত করেছে। দু বছর আগে ফরাসী সরকারের পক্ষ থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়কে ‘লিঁজিও দ্য অনার’ দেওয়া হয়। এই পুরস্কার আবার তাঁর জুটি বেঁধে দেয় সত্যজিৎ রায়ের সঙ্গে।