কলকাতাবিনোদন

টিআরপি জালিয়াতি ! আপাতত বন্ধ থাকছে নিউজ চ্যানেলের রেটিং

অনলাইন ডেস্ক : টিভি চ্যানেলের টিআরপি (টেলিভিশন রেটিং পয়েন্ট) বাড়ানোর জন্য কারচুপির অভিযোগের জেরে পদক্ষেপ নিল রেটিং সংস্থা ‘ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল (বিএআরসি)। সংস্থাটি বৃহস্পতিবার জানিয়েছে, আগামী তিন মাসের জন্য টিভি চ্যানেলগুলোর সাপ্তাহিক রেটিং ব্যবস্থা মুলতুবি রাখা হবে।

ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী বিএআরসি’র এক কর্মকর্তা বৃহস্পতিবার জানান, ‘দেশের কয়েকটি সংবাদ চ্যানেলের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে রেটিং বাড়ানোর অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে সাপ্তাহিক টিআরপি মূল্যায়ন ব্যবস্থায় কোনও ফাঁকফোকর আছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।’

তিনি বলেন, ‘বর্তমান পদ্ধতিতে কোনো ত্রুটি রয়েছে কি-না, কোনো পরিবর্তনের প্রয়োজন রয়েছে কি না, তা-ও পর্যালোচনা করা হবে। এর জন্য আমাদের ৮ থেকে ১০ সপ্তাহ সময় প্রয়োজন।’

বিএআরসি বিবৃতিতে জানিয়েছে, ‘হিন্দি, ইংরেজি, আঞ্চলিক ভাষার সংবাদ এবং ব্যবসা সংক্রান্ত খবরের চ্যানেলের ক্ষেত্রে সিদ্ধান্তটি আজ কার্যকর হয়েছে। বিএআরসি এই সময়ের ওই চ্যানেলগুলোর রেটিং প্রকাশ করবে না। তবে সামগ্রিক ভাবে রাজ্য ও ভাষার ভিত্তিতে আনুমানিক দর্শকের সংখ্যা প্রকাশ করা হবে।’