Breaking News

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উদযাপন

নিজস্ব সংবাদদাতা ,বারাসাত : উত্তর ২৪ পরগনা জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মদিন আজ রবীন্দ্র ভবনে আয়োজিত হলো। এদিন কবিপ্রণাম অনুষ্ঠানটি উ : ২৪ পরগনা জেলা প্রশাসন ও উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সহযোগিতায় আয়োজন করা হয় । আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলার শাসন শারদ কুমার দ্বিবেদী,উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক নারায়ণ গোস্বামী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। উপস্থিত অতিথিরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মাল্য দান করে শ্রদ্ধা নিবেদন করেন। উপস্থিত শিল্পীরা নাচ,গান ও আবৃত্তির মাধ্যমে কবি গুরুকে স্মরণ করেন।