নেহরু যুব কেন্দ্র উত্তর ২৪ পরগনার উদ্যোগে দেওয়ালি উইথ মাই ভারত বিশেষ অভিযান
নিজস্ব সংবাদদাতা,বারাসাত : ভারত সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রকের অধীনস্থ নেহরু যুব কেন্দ্র বছরের বিভিন্ন সময়ে নানা ধরনের কর্মসূচি নিয়ে থাকে। যার মধ্যে অন্যতম দিওয়ালি উইথ মাই ভারত। নেহরু যুব কেন্দ্র উত্তর ২৪ পরগনার উদ্যোগে দেওয়ালি উইথ মাই ভারত নামে একটি বিশেষ অভিযান ২৭ শে অক্টোবর থেকে ৩০ অক্টোবর জেলার বিভিন্ন এলাকায় উদযাপিত হতে চলেছে। কর্মসূচী অঙ্গ হিসেবে থাকছে বাজার পরিস্কার, হাসপাতালে আগত রোগীদের সহায়তা ও তা থেকে শিক্ষা গ্রহণ, ট্রাফিক পরিষেবায় সহযোগিতা করা যেখানে পথচারীদের রাস্তা পারাপার করতে ও যানবাহন নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশকে সাহায্য করা এবং তা থেকে শিক্ষা গ্রহণ। কর্মসূচীগুলির রূপায়ন করতে গিয়ে ভলেন্টিয়াররা যা যা অভিজ্ঞতা সঞ্চয় করেছে বা করলো তা নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করা। এবং এই কর্মসূচির ইতিবাচক সকল অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় একটি রিলের মাধ্যমে তুলে ধরা ও তার প্রচার করা।
গোটা প্রকল্পটির তত্ত্বাবধানে রয়েছেন নেহরু যুব কেন্দ্রের ডেপুটি ডিরেক্টর দেব কুমার চ্যাটার্জী। দেব কুমার বাবু জানান এই কর্মসূচীকে ঘিরে ছাত্র ও যুবদের মধ্যে বিশেষ উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে যা এই কর্মসূচীর সাফল্যের অন্যতম দিক। তিনি আশা প্রকাশ করেন যতদিন এগোবে যুবক-যুবতীরা এই কর্মসূচির অংশ হয়ে উঠবে এভাবেই এই প্রকল্পটি সফলতার মুখ দেখবে।