কলকাতা

ভারত সরকারের উদ্যোগে কৃষির উন্নয়নের লক্ষ্যে বিশেষ আলোচনা সভা।

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : ৩ মার্চ ২০২৪ , কলকাতার জাতীয় গ্রন্থাগারের ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সভাগৃহে একটি একদিনের আলোচনা চক্র অনুষ্ঠিত হলো। একদিনের এই আলোচনা চক্রটি আয়োজন করে জাতীয় গ্রন্থাগার কলকাতা এবং ভারতীয় কৃষাণ সংঘ। এই আলোচনা চক্রের মূল বিষয় ছিল বর্তমান পশ্চিমবঙ্গের কৃষকদের অবস্থা বোঝা ও দিশা দেখানো ।

এই দিনের আলোচনা চক্রের প্রধান বক্তা হিসাবে ছিলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গৌতম সাহা , প্রধান অতিথি হিসেবে ছিলেন জাতীয় গ্রন্থাগারের মহা নির্দেশক প্রফেসর অজয় প্রতাপ সিং, ডক্টর কল্যাণ মন্ডল প্রেসিডেন্ট,  ভারতীয় কৃষাণ সংঘ,  পশ্চিমবঙ্গ ,  সেমিনার কো-অর্ডিনেটর ডক্টর কল্যাণ জানা, অধ্যাপক , বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় , অগ্রণী কৃষক , উদ্যোগী , কৃষি বিষয়ক সমাজসেবী সংগঠন সহ বিশিষ্টরা।

অধ্যাপক গৌতম সাহা জানান , বই পড়ার মধ্যে দিয়ে জ্ঞান বৃদ্ধি হবে,  তাই কৃষকদের বই পড়া জরুরী। তিনি আরো বলেন , চাষির আয় বাড়লে দেশের উন্নতি সম্ভব।  প্রধানমন্ত্রী ও তার কৃষি দপ্তর বিভিন্নভাবে এক্ষেত্রে এগিয়ে এসেছেন ।  আরো জানান জনসমাজে এবং কৃষি ক্ষেত্রে  আবহাওয়া ও জলবায়ু সম্পর্কে সচেতনতা বাড়িয়ে তুলতে হবে । এ বিষয়ে তিনি সবার দৃষ্টি আকর্ষণ করেন।  অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক অজয় প্রতাপ সিং জানান , গ্রামে গঞ্জে পুস্তকালয় তৈরি করা প্রয়োজন এবং প্রধানমন্ত্রী বিভিন্ন যোজনার মধ্য দিয়ে যে দেশের উন্নতি কার্যে নেমেছেন সেখানে কৃষকদের একটি বড় ভূমিকা আছে। আলোচনা চক্রে ডঃ কল্যাণ মণ্ডল মূলত ভারতীয় কিষাণ সংঘ বিষয়ে আলোচনা করেন।

সেমিনার কো-অর্ডিনেটর ডক্টর কল্যাণ জানা জানান ,এরকম কর্মসূচির মুখ্য উদ্দেশ্য কৃষক,  উদ্যোগী , কৃষি বিষয়ক সমাজসেবী সংগঠন ও বিশেষজ্ঞদের মধ্যে সমন্বয় ঘটানো। এরকম কর্মসূচি আরো যাতে নেওয়া যায় সে বিষয়ে তিনি সকলের সাথে আলোচনা করবেন।