টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল নবদ্বীপ শাখার উদ্যোগে ইন্টার স্কুল মেগা ক্যুইজপ্রতিযোগিতা
শুভদীপ চ্যাটার্জী , নবদ্বীপ : নতুন বছরের শুরুতেই টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল,নবদ্বীপ শাখার উদ্যোগে এক দৃষ্টান্তমূলক ইন্টার স্কুল মেগা ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল বৃহস্পতিবার বিদ্যালয়ের অডিটোরিয়ামে। উক্ত মেগা ক্যুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল নদিয়া জেলা সহ পার্শ্ববর্তী জেলার শহর থেকে শহরতলী ছাড়িয়ে প্রভূত বিদ্যালয় কে। সমগ্র ক্যুইজ প্রতিযোগিতাটিকে দুটি বিভাগে বিভাজন করা হয়েছে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত দুজন করে প্রতিযোগী অংশগ্রহণ করেছে জুনিয়র বিভাগে। আর নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত দুজন প্রতিযোগী অংশগ্রহণ করেছে সিনিয়র বিভাগে। মেন্টর হিসেবে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক অভিভাবিকা মিলিয়ে ৩০০ জন উপস্থিত ছিলেন। প্রথমে লিখিত পরীক্ষার মাধ্যমে প্রাথমিক বাছাইকরণ করা হয়েছে। এমনটাই জানা গিয়েছে বিদ্যালয়ের সূত্রে। এর মধ্যে জুনিয়র ও সিনিয়র বিভাগ মিলিয়ে মোট ৩৩ টি বিদ্যালয় থেকে ১৩২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। উক্ত ক্যুইজ প্রতিযোগিতায় প্রিলিমিনারি রাউন্ড অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। বিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে পরবর্তী সেমিফাইনাল রাউন্ড টি অনুষ্ঠিত হবে আগামী ২০ শে জানুয়ারি, টেকনো ইন্ডিয়া গ্রুপ ওয়ার্ল্ড স্কুলের অপর একটি শাখা শিলিগুড়িতে। পরবর্তী চূড়ান্ত পর্যায় অর্থাৎ ফাইনাল রাউন্ড টি অনুষ্ঠিত হবে ২রা ফেব্রুয়ারি কলকাতা ধনধান্য অডিটোরিয়ামে। এদিন সকালে অংশগ্রহণকারী সমস্ত বিদ্যালয়ের সম্মানীয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ তাদের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে নির্ধারিত সময়ে উপস্থিত হয়েছিলেন বিদ্যালয় প্রাঙ্গণে। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারী সমস্ত প্রতিযোগীকে বিদ্যালয়ের তরফ থেকে শংসাপত্র প্রদান করা হয়েছে। বিজয়ী প্রতিযোগীদের হাতে তুলে দেওয়া হয়েছে মেমেন্টো। শিক্ষার্থীদের মেধা অন্বেষণ এবং তাদের মধ্যে জ্ঞানের পরিধি বাড়ানোই ছিল উক্ত মেগা ক্যুইজ প্রতিযোগিতার অন্যতম উদ্দেশ্য। আমাদের বিদ্যালয়ের সম্মানীয় কর্ণধার সত্যম রায়চৌধুরীর নির্দেশনায় সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল নবদ্বীপ। ক্যুইজ অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করেছেন অভিজ্ঞ ক্যুইজ মাস্টার সম্মানীয় সমীরন মন্ডল ও সনকেন্দু সূত্রধর মহাশয়। উক্ত প্রতিযোগিতার আরেকটি আকর্ষণ হল ইংরেজি মাধ্যম বিদ্যালয় কর্তৃক আয়োজিত হলেও ভাষা যাতে একজন শিক্ষার্থীর মেধা বিচারের অন্তরায় না হয় তাই বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই ক্যুইজ প্রতিযোগিতা টি পরিচালনা করা হয়েছে। এই প্রতিযোগিতায় জুনিয়র বিভাগে প্রথম স্থানাধিকারী হর্ষিকা আগরওয়াল এবং অহনজিত সাহা(বেথানি স্কুল,সুলন্টু)। দ্বিতীয় স্থানাধিকারী সৃজিত বাগচী এবং কৃতিকা ভট্টাচার্য (টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল কৃষ্ঞনগর)। তৃতীয় স্থানাধিকারী উদয় বসাক ও সমদর্শী রায়(নবদ্বীপ বকুলতলা হাইস্কুল, বাংলা মিডিয়াম) সিনিয়র বিভাগে প্রথম স্থানাধিকারী গৌরব দে এবং সব্যসাচী অধিকারী(নবদ্বীপ বকুলতলা হাইস্কুল, ইংরেজি মাধ্যম) দ্বিতীয় স্থানাধিকারী (অর্ক পাল এবং আয়ূষ ঘোষ(নবদ্বীপ বকুলতলা হাইস্কুল, বাংলা মিডিয়াম)। তৃতীয় স্থানাধিকারী স্বপ্নিল মোদক এবং অনুজ সাহা(নবদ্বীপ হিন্দু স্কুল)। এদের কৃতিত্ব সত্যিই প্রশংসার দাবি রাখে। আমাদের বিদ্যালয়ের শ্রদ্ধেয় অধ্যক্ষ ধ্রুবজ্যোতি অধিকারী মহাশয় অংশগ্রহণকারী সমস্ত বিদ্যালয় কে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। নবদ্বীপ শহরের বুকে এমন শিক্ষামূলক ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন সত্যিই নজিরবিহীন। কেননা এতে শিক্ষার্থীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।