Breaking News

অশোকনগরে শুরু হল নাট্যোৎসব ২০২৩

নিজস্ব সংবাদদাতা, অশোকনগর : অশোকনগর নাট্যোৎসব কমিটির আয়োজনে শহীদ সাদন প্রেক্ষাগৃহে শুরু হল অশোকনগর নাট্যোৎসব ২০২৩। অশোকনগরের বিধায়ক তথা উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামীর উদ্যোগে এবং অশোকনগর কল্যাণকর পৌরসভার সহযোগিতায় এই অশোকনগর নাট্যোৎসব এর উদ্বোধনের দিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেতা (বাংলাদেশ) মোশারফ করিম, রাজ্যের শিক্ষা মন্ত্রী তথা নাট্যকার ব্রাত্য বসু, মন্ত্রী তথা বিধায়ক পার্থ ভৌমিক,অশোকনগরের বিধায়ক তথা উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, অশোকনগর কল্যাণগড় পৌরসভার পৌর প্রধান প্রবোধ সরকার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। দায়বদ্ধ ,ফেরারি ফৌজ, উড়ন্ত তারাদের ছায়া,জোড়াসাঁকো,দেবদাস নাটকগুলি প্রদর্শিত হবে অশোকনগরের শহীদ সদনে প্রত্যেকদিন সন্ধ্যে ৬টায়। আগামী ১লা ডিসেম্বর পর্যন্ত উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরে এই নাট্যোৎসব চলবে।
অশোকনগরের নাট্যোৎসব উদ্বোধনের প্রথম দিন প্রদীপ জ্বালিয়ে এই সূচনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেতা (বাংলাদেশ) মোশারফ করিম, রাজ্যের শিক্ষা মন্ত্রী তথা নাট্যকার ব্রাত্য বসু, মন্ত্রী তথা বিধায়ক পার্থ ভৌমিক,অশোকনগরের বিধায়ক তথা উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, অশোকনগর কল্যাণগড় পৌরসভার পৌর প্রধান প্রবোধ সরকার সহ অন্যান্যরা। সকলের উপস্থিতি সহযোগিতায় অশোকনগর নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠান সফলতা পায়।

অশোকনগর নাট্যোৎসব ২০২৩