শহর

৭,১১ ও ১২ সেপ্টেম্বর রাজ্যে সম্পূর্ণ লকডাউন

নিজস্ব সংবাদদাতা,কলকাতা : আগামী সেপ্টেম্বর মাসে লকডাউনের নতুন দিন আজ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। আজ নবান্নে তিনি বলেন, ‘৭, ১১ ও ১২ সেপ্টেম্বর রাজ্যে ফের পূর্ণ লকডাউন হবে। ২০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে বন্ধ থাকবে স্কুল-কলেজ। সামাজিক দূরত্ব মেনে মেট্রো চললে আপত্তি নেই। এ ব্যাপারে মেট্রো কর্তৃপক্ষ কথা বলতে পারে। হটস্পট শহর থেকে সপ্তাহে ৩দিন বিমান চললে আপত্তি নেই। ১ সেপ্টেম্বর থেকে সপ্তাহে ৩দিন উড়ানে আপত্তি নেই।’

পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘বাংলায় সংক্রমণের তুলনায় সুস্থতার হার বাড়ছে। বিভিন্ন প্রকল্পের টাকা সরাসরি পাবেন ৩৯ লক্ষ মানুষ। সরাসরি প্রত্যেকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে টাকা। জগৎবল্লভপুরে পরিযায়ী শ্রমিকের মৃত্যু, সাহায্য রাজ্যের। ১০ লক্ষের মধ্যে প্রায় ৬ লক্ষ শ্রমিককে কাজের ব্যবস্থা। পরিযায়ী শ্রমিকদের ১০০দিনের কাজের প্রকল্পে যুক্ত করা হয়েছে। তাজপুরে সমুদ্র বন্দর তৈরি করবে রাজ্য সরকারই। বন্দরে আর কারা যুক্ত হবেন, পরে ঠিক হবে।’