বিমানে কাঁকড়াবিছার কামড়, অসুস্থ এয়ার ইন্ডিয়ার যাত্রী
নিজস্ব প্রতিবেদক :
এয়ার ইন্ডিয়ার বিমানে বিষাক্ত কাঁকড়াবিছার কামড় খেয়ে অসুস্থ হয়ে পড়েন এক মহিলা যাত্রী। নাগপুর থেকে মুম্বইগামী বিমান তখন মাঝ-আকাশে। অবতরণ করতেই ছুটে আসেন ডাক্তার এমনটা সূত্রের খবর। তড়িঘড়ি হাসপাতালেও নিয়ে যাওয়া হয় ওই মহিলাকে। আপাতত তিনি সুস্থ। তবে এভাবে এয়ার ইন্ডিয়ার বিমানে কাঁকড়াবিছার হদিস মেলায় যার পর হইচই দিকে দিকে।
এয়ার ইন্ডিয়ার তরফে তাদের কেটারিং বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন ড্রাই ক্লিনিংয়ের দায়িত্বপ্রাপ্তদের স্পষ্ট জানিয়ে দেন ছারপোকা এবং এই জাতীয় কোনও সমস্যা আছে কিনা ভাল করে দেখে নিতে হবে। প্রয়োজনে তারাও যেন তাদের তরফে ‘ফিউমিগেশন’ করিয়ে নেয়, বলা হয়েছে নির্দেশে। কর্তৃপক্ষের ধারণা, বহু সময়ে কেটারিং ও ড্রাই ক্লিনার্সের তরফে বিমানযাত্রীদের জন্য যে পরিষেবা দেওয়া হয় তার সঙ্গেই এই ধরনের বিষাক্ত প্রাণী চলে আসতে পারে। তাই সাবধান থাকতে হবে সব দিক থেকে। রেকর্ড অবশ্য বলছে, এর আগেও বিমানে সরীসৃপ জাতীয় প্রাণীর দেখা পাওয়া গিয়েছিল বলে জানা গেছে।
এই ধরনের ঘটনা এয়ার ইন্ডিয়ার মতো সংস্থার যাত্রী-নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে অনেকেই।