পয়লা বৈশাখে মঙ্গল কামনায় দর্শনার্থীদের ঢল কালীঘাট থেকে দক্ষিণেশ্বর
নিজস্ব সংবাদদাতা : আজ পয়লা বৈশাখ। ১৪২৯-কে বিদায় জানিয়ে বাংলা ক্যালেন্ডারে নতুন বছর ১৪৩০। নববর্ষের আবাহনে মেতে উঠেছে গোটা বাংলা৷ বছর পয়লায় হালখাতা, মিষ্টিমুখে ব্যস্ত শহরবাসী। সারা বছরের জন্য মঙ্গল কামনায় দর্শনার্থীদের ঢল কালীঘাট থেকে দক্ষিণেশ্বর।
গতরাত থাকতেই পুজোর ডালি নিয়ে হাজির হয়েছেন দর্শনার্থীরা। একে পয়লা বৈশাখ, তার ওপর আজ শনিবার। তাই ভিড়ের চাপও বেশি। কালীঘাট থেকে দক্ষিণেশ্বর, লেক কালীবাড়ি থেকে তারাপীঠ, মন্দিরে মন্দিরে পুজো দেওয়ার লম্বা লাইন।