Headlines

রবিবাসরীয় বৃষ্টিতে ভিজল কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

নিজস্ব প্রতিবেদক,কলকাতা : রবিবাসরীয় বৃষ্টিতে ভিজল কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় স্বস্তির বৃষ্টি। অন্যদিকে, বাঁকুড়ার কোতুলপুর, জয়পুরে প্রবল ঝড়, শিলাবৃষ্টি দেখাগেলো। 

রবিবার সকাল থেকে চড়া রোদ থাকলেও দুপুর গড়াতেই মুখ ভার হয়। হওয়া অফিসের পূর্বভাস অনুযায়ী, রবিবার বিকেলের পর দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়। হাওয়া অফিসের পূর্বাভাস মতোই কলকাতাতেও বৃষ্টি হয়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বইবে দমকা ঝোড়ো হাওয়া। কাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা। বুধবার পর্যন্ত চলবে এই পরিস্থিতি। উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে বলে জানা গেছে।

আগামী ৪-৫ দিন সিকিম ও উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আগামী ২৪ ঘণ্টায় মালদা ও দুই দিনাজপুরে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।