আজ নবান্নে মুখোমুখি শাহ-মমতা
নিজস্ব প্রতিবেদক : আজ নবান্নে মুখোমুখি হবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বৈঠকে থাকবেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ও ওড়িশার দুই মন্ত্রী।
জেনে রাখা দরকার দেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। এক দেশ, এক পুলিশ, এই ভাবনায় নতুন বিল আনতে চলেছে কেন্দ্র। তা নিয়েও আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি, রাজ্যের তরফে কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে কোনও প্রশ্ন তোলা হয় কিনা, সেদিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠক শেষে কলকাতা বিমানবন্দর হয়ে শিলং চলে যাওয়ার কথা। তবে, সূচিতে কিছু পরিবর্তন হতে পারে। নবান্নে বৈঠকের আগে শাহ কালীঘাট মন্দিরে যেতে পারেন কারণ, কলকাতা এলে তিনি সাধারণত কালীঘাট মন্দিরে পুজো দিয়ে থাকেন।