দশ বছরে রেকর্ড পারদ পতন কলকাতায়, একলাফে কমল তাপমাত্রা শীঘ্রই পরবে শীত
নিজস্ব সংবাদদাতা : কালীপুজোর শেষেই আবহাওয়া বড় বদল দেখা গেলো। উত্তুরে হাওয়ায় হিমেল পরশ শহরে। শরৎ পেরিয়ে হেমন্তের শুরু হয়েছে। শুধু তাই নয়, দশ বছরে এই রেকর্ড পারদ পতন দেখছে রাজ্য। অক্টোবরের শেষেই কলকাতায় পারদ নামল ২০ ডিগ্রির নীচে।
জেনে রাখা ভালো সময়ের আগেই রাজ্যে জাঁকিয়ে আসতে চলছে শীত। রাত বাড়ার সঙ্গে বাড়ছে কুয়াশার গাঢ়ত্ব। সকাল অবধি থাকে এ কুয়াশা। রাত ও ভোরের কুয়াশা পথঘাটে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আগামী চার থেকে পাঁচদিনের মধ্যে অর্থাৎ নভেম্বরের শুরুতেই একধাক্কায় অনেকটা পরিবর্তন হবে রাজ্যের আবহাওয়া। ক্রমশ বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। কমবে দখিনা বাতাসের প্রভাব। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কমবে। ফলে জেলায় জেলায় শীতের আমেজ তৈরি হবে নভেম্বরের শুরুতেই। পাশাপাশি আপাতত বাংলায় বৃষ্টির সম্ভাবনা নেই এমনটা জানিয়েছে হাওয়া অফিস।