Headlines

করোনা টেস্ট বাধ্যতামূলক এবারের বৈষ্ণোদেবী যাত্রায়

নিজস্ব সংবাদদাতা,ডিজিটাল ডেস্ক : আজ থেকে শুরু হচ্ছে কাটরায় বৈষ্ণোদেবী যাত্রা। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এই সপ্তাহে রোজ মাত্র ২,০০০ তীর্থযাত্রীই বৈষ্ণোদেবী যেতে পারবেন বলে জানা গেছে।

এবছর বৈষ্ণব দেবী যাত্রায় করোনা টেস্ট বাধ্যতামূলক থাকছে একাধিক বিধিনিষেধ। জেনে রাখা দরকার ১০ বছরের নীচে কেউ বৈষ্ণোদেবী যাত্রায় যেতে পারবে না। মাস্ক পরতে হবে সকল দর্শনার্থীকে। কোনও যাত্রা হবে রাতে না। মাতা ভবনে কারও থাকা যাবে না।

অনলাইনে তীর্থযাত্রীদের নাম নথিভুক্ত করতে হবে। জম্মু ও কাশ্মীরের বাইরে থেকে যারা আসবেন তাঁদের করোনা টেস্ট করাতে হবে।

বৈষ্ণোদেবীর সকালের আরতিতে কেউ অংশ নিতে পারবেন না বলে জানা গেছে।