নেহরু যুব কেন্দ্র বারাসাতের উদ্যোগে জাতীয় ঐক্য দিবস পালন
নিজস্ব সংবাদদাতা,বারাসাত : ভারত সরকারের উদ্যোগে আগামী ৩১ শে অক্টোবর সোমবার রাষ্ট্রীয় একতা দিবস (জাতীয় ঐক্য দিবস) সারা দেশে পালন করা হবে। উত্তর চব্বিশ পরগণা জেলাতে নেহরু যুব কেন্দ্র বারাসাত দৌড়ের মাধ্যমে জাতীয় ঐক্য দিবস পালন করবে। সারা উত্তর চব্বিশ পরগনা জেলার ২২ টি ব্লকে দৌড় হলেও প্রধান অনুষ্ঠানটি আয়োজিত হবে বারাসাত শহরে। ৩১ অক্টোবর সকাল ৭ টায় বারাসত শহরের কাছারি ময়দানে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করবেন নেহেরু যুব সংঘের ডেপুটি ডিরেক্টর দেবকুমার চ্যাটার্জী।
এদিন বারাসাতের বিভিন্ন ক্লাবের যুব প্রতিনিধিরা অংশগ্রহণ করবে বলে জানা গেছে। সকাল ৭ থেকে ৯ টা পর্যন্তই অনুষ্ঠানটি চলবে বলে সূত্রের খবর। এই অনুষ্ঠানকে ঘিরে জেলার বিভিন্ন ক্লাবগুলির মধ্যে অত্যন্ত উৎসাহ দেখা গিয়েছে,আমরা আশা রাখি সারা জেলায় একশোটি অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন মূল উদ্যোক্তা। ১০০ টি গ্রামে প্রায় ৫০০ জন যুবক অংশগ্রহণ করবে এই অনুষ্ঠানে। প্রতিটি ক্লাবের প্রতিনিধিদের অংশগ্রহণ করবার জন্য আবেদন করা হচ্ছে বলে জানিয়েছেন নেহরু যুবকেন্দ্র সংগঠনের ডেপুটি ডিরেক্টর দেবকুমার চ্যাটার্জী।