Breaking News

কেদারনাথের কাছে ভেঙে পড়ল কপ্টার, নিহত ৪ পুণ্যার্থী-সহ ৬

নিজস্ব সংবাদদাতা : কেদারনাথের কাছে কপ্টার ভেঙে নিহত ৪ এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। নিহতদের মধ্যে রয়েছেন ৪ পুন্যার্থী ও ২ পাইলট। ওড়ার পরই কপ্টারটিতে আগুন ধরে যায় বলে জানা যাচ্ছে। মাত্র ৩২ কিলোমিটার পথ যাওয়ার কথা ছিল ওই কপ্টারটির।

রাজ্য প্রশাসন সূত্রে খবর, ঘন কুয়াশা ও ক্ষীণ দৃশ্যমানতাকেই এই দুর্ঘটনার কারণ বলে মনে করা হচ্ছে। তবে দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। চারধামের মধ্যে অন্যতম হল কেদারনাথ। এছাড়াও আরও তিনধাম অর্থাত্ বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনেত্রীতে প্রতি বছর হাজার হাজার মানুষ যান। যাতাযাতের সমস্যার কারণে অনেকেই এখন কপ্টার ব্যবহার করেন। দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রী জ্য়োতিরাদিত্য সিন্ধিয়া। উদ্ধার কাজের উপরে নজর রাখছেন তিনি। কেদারনাথে হেলিকপ্টার দুর্ঘটনার পরই প্রশাসনের লোকজন ঘটনাস্থলে ছুটে যায়। আরও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।

ছবি – সংগৃহীত ।