Breaking News

কালীপুজোয় বারাসাত ও মধ্যমগ্রামে ভিআইপি গেট পাস নয়

অর্পিতা ঘোষ, বারাসাত : কালীপুজো মানেই বারাসাত ও মধ্যমগ্রামের কালীপুজো , চলছে জোর কদমে প্রস্তুতি। গত দু বছর অতিমারির জন্য কালীপুজোর জাঁকজমক অনেকটাই কম ছিলো।

করোনা অতিমারী অনেকটা কাটিয়ে উঠেছে রাজ্যবাসী তাই এবার বারাসাত মধ্যমগ্রামের কালীপুজো হবে আড়ম্বরপূর্ণ,দর্শনার্থীও হবে প্রচুর। ইতিমধ্যেই বারাসাতের বড় কালী পুজো কমিটিগুলো নিয়েই সভা হয়ে গেছে প্রশাসনের আধিকারিকদের। জেনে রাখা দরকার পুজো কমিটিগুলির সাথে প্রশাসনের মিটিংয়ে বারাসাতের পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জী কালীপুজোর কমিটিগুলোকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন পুজো মণ্ডপ ও প্রতিমা দেখার কোনো ভিআইপি পাশ কিংবা গেটপাস করা যাবে না এর অন্যথা হলে কড়া পদক্ষেপ নেবে প্রশাসন।

দর্শনার্থীদের সাধারণ লাইনের পাশাপাশি এই কার্ডের জন্য আলাদা আলাদা লাইন পড়ায় লাগামছাড়া ভিড় হয় কালী পূজামণ্ডপগুলিতে তাই এমন সিদ্ধান্ত এমনটাই জানা গেছে পুলিশ সূত্র থেকে । লাগামছাড়া ভিড়ে দুর্ঘটনার সম্ভাবনা থাকে প্রবল তাই প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্রের খবর। এই প্রশাসনিক সিদ্ধান্ত বারাসাত ও মধ্যমগ্রামের কালী পুজো কমিটিগুলি কতটা মেনে চলে সেটাই এখন দেখার।