Breaking News

নেহরু যুব কেন্দ্র বারসাতের উদ্যোগে গান্ধী জয়ন্তী পালন ও প্লাস্টিকের সঠিক ব্যবহারে বিশেষ কর্মসূচী

নিজস্ব সংবাদদাতা ,বারাসাত : ১ অক্টোবর ২০২২ থেকে নেহেরু যুব কেন্দ্র বারাসাতের উদ্যোগে বনগাঁ, বাগদা, বারাকপুর, হারোয়া,দেগঙ্গা সহ উত্তর ২৪ পরগনা জেলার ২২ টি ব্লকের বিভিন্ন গ্রাম ও শহরে ৭১৮ যুবক সংগঠনের মাধ্যমে প্লাস্টিক সঠিক ব্যবহার ও প্লাস্টিক মুক্ত জেলা গঠনের লক্ষ্য নিয়ে স্বচ্ছ ভারত ২.০ নামক একটি কর্মসূচী সূচনা করা হয় এবং ২ অক্টোবর গান্ধী জয়ন্তী পালন করা হয়।

যুব সমাজকে উদ্বুদ্ধ করা এবং একটি সুন্দর জেলা ও স্বচ্ছ জেলা গড়ে তোলাই লক্ষ্য এমনটা জানান উদ্যোক্তারা। এই কর্মসূচীতে অংশগ্রহণ নেয় বিভিন্ন ইউথ ক্লাব মেম্বার ও গঙ্গা দূত এবং উপস্থিত ছিলেন অনুপম মন্ডল জেলা প্রকল্প কর্মকর্তা। স্বচ্ছ ভারতের ২.০ এই অনুষ্ঠানটি সারা অক্টোবর মাসব্যাপী অর্থাৎ ৩১ শে অক্টোবর পর্যন্ত চলবে বলে জানা গেছে।