ব্যক্তিগত মালিকানার গাছ কাটতেও এবার অনুমতি নিতে হবে বন দফতরের
নিজস্ব সংবাদদাতা : পরিবেশ বাঁচাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ গাছ। শিল্পোন্নয়ন থেকে নগরায়ন- এসব কিছুর জন্যই ক্রমাগত কেটে ফেলা হচ্ছে গাছ। বেলাগাম গাছ কাটা রুখতে নানাসময় কড়া পদক্ষেপ নিয়েছে বন দফতর। বিভিন্ন সরকারি সংস্থার তরফে পরিবেশ বাঁচাতে এবং গাছ কাটা রুখতে নানারকম পদক্ষেপ করা হয়েছে। রাস্তা বা জঙ্গলে বেলাগাম গাছ কাটা রুখতে নানা পদক্ষেপও নেওয়া হয়েছে। এবার আরও কড়া পদক্ষেপের পথে হাঁটল বন দফতর। রাস্তা বা জঙ্গলের পাশাপাশি ব্যক্তিগত মালিকানায় থাকা গাছ কাটতে গেলেও বন দফতরের অনুমতি নিতে হবে বলে জানিয়েছেন বনমন্ত্রী। যদি সেই নিয়ম না মানা হয় তাহলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
জেনে রাখা ভালো আধুনিক কালে সারা বিশ্বেই পরিবেশ বদলের সমস্যা সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চেও বারবার জলবায়ু বদল থেকে বিশ্ব উষ্ণায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবিদরা। ভারতের পরিস্থিতিও তার বাইরে নয়। পরিবেশবিদদের আশঙ্কা এখনই গাছ বাঁচানোর উদ্যোগ না নিলে শীঘ্রই নানা বিপর্যয় দেখা দেবে। রাজ্যের একটি বিস্তীর্ণ অংশ উপকূলবর্তী এলাকা। ফলে বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রতলের উচ্চতা বেড়ে গেলে বিপদে পড়বেন এ রাজ্যের বহু বাসিন্দা। পাশাপাশি বায়ুর মানের বিষয়টিও থাকে আলোচনায়। এই প্রেক্ষাপটেই গাছ কাটা নিয়ে আরও কড়া হচ্ছে রাজ্য বন দফতর।
এখন থেকে ব্যক্তিগত মালিকানায় থাকা গাছ কাটতে গেলেও বন দফতরের অনুমতি নিতে হবে। এতদিন স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়েই ব্যক্তিগত মালিকানার গাছ কাটা যেত। নতুন নিয়ম না মানলে কড়া শাস্তির মুখে পড়তে হবে এমনটা বিধানসভায় একটি প্রশ্নের উত্তরে একথা জানান রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।