Headlines

ডেঙ্গু ও ম্যালেরিয়া নিয়ে বেসরকারি হাসপাতালগুলিকে নির্দেশিকা স্বাস্থ্য দফতরের

নিজস্ব সংবাদদাতা : ডেঙ্গি এবং ম্যালেরিয়া পরিস্থিতি নিয়ে বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করলেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম। রাজ্য সরকারের নির্দেশিকা মেনে রোগীদের চিকিৎসার ওপর জোর দেওয়া হয়েছে এই বৈঠকে এমনটা সূত্রের খবর। পাশাপাশি, বেসরকারি হাসপাতালগুলিকে খরচেও লাগাম টানতে বলা হয়েছে।

জেনে রাখা ভালো রাজ্যে ক্রমেই বাড়ছে ডেঙ্গি ও ম্যালেরিয়ার প্রকোপ। এর মধ্যে বদলেছে ডেঙ্গির উপসর্গ। সে কারণে উদ্বেগে প্রশাসন। সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এই পরিস্থিতিতে শনিবার বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসলেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ। সূত্রের খবর, বেসরকারি হাসপাতালগুলিকে সচিবের স্পষ্ট নির্দেশ, ডেঙ্গি বা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে কেউ হাসপাতালে ভর্তি হলেই স্বাস্থ্য দফতরকে জানাতে হবে। রাজ্য সরকার নতুন পোর্টাল চালু করেছে। স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটের মাধ্যমে সেই পোর্টালে ঢুকে দৈনিক আক্রান্তের পরিসংখ্যান দাখিল করতে হবে।