Headlines

গঙ্গার সৌন্দর্যায়ন ও নির্মল গঙ্গার লক্ষ্যে শুরু কেন্দ্রের নমামী গঙ্গা প্রকল্প

নিজস্ব প্রতিবেদন,উত্তর ২৪পরগনা : গঙ্গার সৌন্দর্যায়ন এবং নির্মল গঙ্গার লক্ষ্যে দেশ জুড়ে চলছে কেন্দ্রের নমামী গঙ্গা প্রকল্প , পশ্চিমবঙ্গেও শুরু হয়েছে এই প্রকল্পের কাজ। ১৯ জুন থেকে উত্তর ২৪ পরগণা জেলাতে এই প্রকল্পের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এই প্রকল্পের মূল লক্ষ্য গঙ্গা ঘাট নির্মাণ এবং সংস্কার,গঙ্গার তীরবর্তী শ্মশান ঘাট নির্মাণ এবং সংস্কার,গঙ্গা গ্রাম নির্মাণ অর্থাৎ নদীর তীরবর্তী গ্রাম/ শহর গুলির প্রত্যেকটি বাড়িতে পানীয় জলের সুব্যবস্থা এবং গঙ্গার জল যাতে দূষিত না হয় তার জন্য গঙ্গা তিরবর্তী বসবাস কারি মানুষকে সচেতন করা।

উত্তর ২৪ পরগনা জেলার ৩৩৯ টি গ্রাম/ শহর এবং ২ টি ব্লক বারাকপুর ১ এবং ২ এই প্রকল্পের আওতায় পড়েছে । প্রত্যেক গ্রামের / শহরে স্কুল কলেজের ৫০ জন পড়ুয়াকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ২ দিনের একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে । এছাড়া ২৩.০৬.২০২২ ছিল তার ৯ তম প্রোগ্রাম। নামামি গঙ্গা বারাসাত জেলা প্রকল্প কর্মকর্তা অনুপম মণ্ডল। নেহরু যুব কেন্দ্র বারাসাত উপ পরিচালক দেব কুমার চ্যাটার্জী।