Breaking Newsকলকাতা

প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহারে নিয়ন্ত্রণ আনছে বরানগর পৌরসভা।

নিজস্ব প্রতিনিধি, বরানগর:১মে রবিবার থেকে ৭৫মাইক্রনের কম মাত্রার প্লাস্টিকের ব্যাগ ও থার্মোকলের সবধরনের সামগ্রী ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল বরানগর পৌরসভা ।পুরসভার এই নির্দেশ না মানলে আর্থিক জরিমানা করা হবে ।জরিমানার পরিমাণ ৫০থেকে ৫০০ টাকা ।বরানগর পুরসভার পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে ।ইতিমধ্যে পৌরসভার পক্ষ থেকে এলাকা জুড়ে প্রচার করা হচ্ছে ।এ বিষয়ে পৌরসভার চেয়ারপার্সন অপর্ণা মৌলিক বলেন, পুরসভা এলাকায় আমরা প্লাস্টিক মুক্ত করতে চাইছি। প্লাস্টিকের জন্য নর্দমার মুখ প্রায়ই আটকে যাচ্ছে ।জঞ্জাল সাফাইয়ে অসুবিধা হচ্ছে। প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহারে করা যাবে না বলে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছে ।পুরো দপ্তর থেকে আমাদের এই নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে । আমাদের বিশ্বাস বৃহত্তর স্বার্থে পুরসভার এই পদক্ষেপ সকলেই মেনে নেবে ।