১০৭ বছর বয়সে গজালো তিনটি দাঁত
নিজস্ব সংবাদদাতা,ডিজিটাল ডেস্ক : শিশুদের ৬ মাস বয়েসে সাধারণত দাঁত বের হয়। এবার ১০৭ বছর বয়সে তিনটি বেরিয়ে নজির গড়লেন হাওড়ার উলুবেড়িয়ার বাসিন্দা তারাপদ হাজরা। দাঁত বেরোলে তার মর্যাদা দিতেই হয় আর যদি দ্বিতীয় শৈশবে মুখেভাত দিতে হয় তা হলে তো অভিনব ব্যাপার,এমনই অভিনব দৃশ্য ধরা পড়ল তারাপদ হাজরার বাড়িতে।
উদয়রাজপুর নারায়ণপুরের সোনাতলা কারাতিপাড়ায় হাজরাদের বাড়িতে আড়ম্বরে পালিত হল তারাপদবাবুর একশো সাত বছর বয়সে তিনটি দাঁত গজানোর জন্য মুখেভাত। এ দিনের এই বিশেষ মুখেভাতের অনুষ্ঠানে মেনু ছিল ভাত,শক্ত,মাছ, মাংস, পায়েস ও আইসক্রিম। জেনে রাখা ভালো এ দিন বৃদ্ধ তিনটি দাঁতের সাহায্যেই সব পদই চেটেপুটে খেয়েছেন। এ বিষয়ে তারাপদ হাজরার ছেলে সুকুমার হাজরা বলেন বাবার নাতিনাতনিরা দাঁত বেরোনোর পর অন্নপ্রাশনের হুজুগ তোলেন,আমারও সায় ছিলো সবার ইচ্ছা পূরণে এই ভোজ সভা। প্রায় ৩০০ জন এই অভিনব অন্নপ্রাশনের অনুষ্ঠানে যোগ দেয়। হাওড়ার উলুবেড়িয়ায় তারাপদ বাবুর পরিবারের সকলে দ্বিতীয় শৈশব দশায় এই অভিনব মুখে ভাত দিয়ে বেজায় খুশি।