ওয়েস্ট বেঙ্গল এন জি ও নেটওয়ার্কের সফল অনলাইন কর্মশালা
নিজস্ব প্রতিনিধি, বারাসাত:২এপ্রিল২০২২, শনিবার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ওয়েস্ট বেঙ্গল এন জি ও নেটওয়ার্কের মেম্বারদের নিয়ে বিনামূল্যে অনলাইন কর্মশালা হয়ে গেল ।আলোচক ছিলেন এন জি ও অ্যাকটিভিস্ট ও কনসালটেন্ট সম্রাট চট্টোপাধ্যায় ।আমাদের প্রশ্নের উত্তরে সম্রাট বাবু জানান, আমাদের রাজ্যে এমন অনলাইনে বিনামূল্যে উদ্যোগ সম্ভবত এই প্রথম ।আমার খুব ভাল লাগল সমাজসেবী বন্ধুদের সাথে মিলিত হয়ে। আগামীতে কিছু বিশিষ্ট ব্যক্তিদের শামিল করে সমাজকর্মীদের বিষয়ভিত্তিক দক্ষতা বৃদ্ধিতে উদ্যোগ নেওয়া হবে ।ছোট ছোট এনজিও বন্ধুদের তিনি মেম্বারশিপ নেবার আহ্বান জানান ।
সম্রাট বাবু আরও বলেন, ইতিমধ্যে নেটওয়ার্ক মেম্বারদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ গঠন করা হয়েছে। যেখানে বিভিন্ন এনজিও সংক্রান্ত বিজ্ঞাপন, সরকারি ,বেসরকারি তথ্য,ব্যবসা সংক্রান্ত সংবাদ ও সুযোগ সুবিধার খবর নিয়মিত আপডেট দেওয়া হয়।এছাড়া NGO Samrat সম্রাট নামে ইউটিউব চ্যানেলের মাধ্যমে এনজিও সম্পর্কিত বিভিন্ন তথ্য তুলে ধরা হচ্ছে যা ইতিমধ্যে উচ্চ প্রশংসিত হয়েছে ।তিনি সমাজকর্মীদের প্রতিটি অনুষ্ঠান দেখার আহ্বান জানান ।