Headlines

বন্ধ হচ্ছে কোভিড সতর্কতামূলক কলার টিউন: স্বাস্থ্যমন্ত্রক

নিজস্ব সংবাদদাতা : দেশজুড়ে দু’বছর ধরে করোনা সচেতনতায় ফোন করলেই কোভিড কলারটিউন সকলের কানে ভাসছে। কোভিড ১৯ এর ৩০ সেকেন্ডের বার্তায় রয়েছে করোনা ভাইরাস থেকে কী ভাবে নিতে হবে সাবধানতা ও সুরক্ষা।

জেনে রাখা দরকার ২০২০ সালে প্রথম এই কলারটিউনের নেপথ্য কণ্ঠ ছিল জ্যাসলিন ভল্লা নামে এক জন কণ্ঠশিল্পীর। তার পর ফোন করলে কোভিড সতর্কতা বাণী শোনা যেত অমিতাভ বচ্চনের গলায়। জরুরি ফোনের সময়ে ওই বার্তা শুনে অকারণ সময় নষ্ট হচ্ছে বলে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছিলেন।

২০২১ সালের জানুয়ারি মাসের প্রথম দিকে এ নিয়ে জনস্বার্থ মামলাও দায়ের করা হয় দিল্লি হাইকোর্টে।বর্তমানে দেশে দৈনিক করোনা সংক্রমণের হার অনেকাংশে হ্রাস পেয়েছে। এই পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ হতে চলেছে কোভিড কলারটিউন। দেশ জুড়ে কোভিড সংক্রমণের হার নিম্নগামী হওয়ায় স্বাস্থ্যমন্ত্রকের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে বলে সূত্রের খবর।

ছবি – সংগৃহীত।