Headlines

বিশ্বজুড়েই ফের করোনা দাপট

নিজস্ব সংবাদদাতা : বিশ্বজুড়েই ফের করোনা দাপট দেখা যাচ্ছে। কিন্তু মার্কিন মুলুকে করোনা নিয়ে উদ্বেগ বাড়ছে স্বাস্থ্য বিশেষজ্ঞ মহলে। আমেরিকায় কোভিড গ্রাফ ফের ঊর্ধ্বমুখী। আগামীদিনে এর প্রভাব কতটা পড়তে চলেছে এখন তা নিয়েই অনেকের চিন্তা বাড়ছে।

জেনে রাখা দরকার এই কোভিড বৃদ্ধির নেপথ্যে বেশ কিছু কারণকেও বিশেষজ্ঞরা দায়ী করছেন। অনেকেই বাড়িতে করোনা টেস্ট করছেন ফলে সেই রিপোর্ট জমা পড়ছে না সরকারি খাতায়৷ তাই যত সংখ্যক আক্রান্তের খবর আসছে তার চেয়ে বেশি আক্রান্ত রয়েছে বলে জানাচ্ছেন গবেষকরা। করোনা ছড়াচ্ছে যেভাবে সেখানে নয়া প্রজাতির থাকার কথাও উড়িয়ে দিচ্ছেন না গবেষকরা এমনটা সূত্রের খবর। 

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তরফে নয়া প্রজাতি ছড়িয়ে পড়েছে কি না তা খুঁজতে কয়েকটি ল্যাবকে নির্দেশ দিতে পারে বলে জানান হয়েছে।

সম্প্রতি অনেকটা বেড়েছে করোনায় হাসপাতালে ভর্তির সংখ্যা। করোনা পরিস্থিতিতে আমরা এখন খুব একটা ভাল অবস্থায় নেই এমনটা গবেষকরা বলছেন। সম্প্রতি ওমিক্রনের বাড়বাড়ন্তের জন্যই আবার কোভিড ঢেউ দেখতে চলেছে আমেরিকা এমনটাই মনে করছেন বিশেষজ্ঞগন।

ছবি – প্রতীকি।