Headlines

উ: ২৪ পরগণায় শহীদ স্মরণে নেহরু যুব কেন্দ্র সংস্থা

নেহেরু যুব কেন্দ্র সংগঠন ভারত সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন একটি স্ব-শাসিত সংস্থা। ভারতবর্ষের ৬২৩ টি জেলায় আজাদীকা অমৃত মহা উৎসবের অঙ্গ হিসেবে ২৩ মার্চ সারা দেশে শহীদ দিবস পালন করা হচ্ছে বিশেষ উন্মাদনার সঙ্গে আজকে এই শহীদ দিবসে উত্তর ২৪ পরগণা জেলার NYK বারাসাতও তাতে অংশ নেয়। জেলার ১৫ টি ব্লকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এই অনুষ্ঠানের আয়োজন করেছে এবং তারাও এই দিনটিকে যথাযথ মর্যাদার সঙ্গে পালন করছে এবং ভারতবর্ষকে পুনার নির্মাণের শপথ গ্রহণ করে। উ: ২৪ পরগণার দেগঙ্গায় একটি অনুষ্ঠানে শহীদদের প্রতি সম্মান জানিয়ে প্রায় ১০০ জন ছেলেমেয়ে শপথ নেয় তারা আগামী ২৬ তারিখ রক্ত দান করবে বলে জানা গেছে।

এদিনে এই অনুষ্ঠানে নেহেরু যুব কেন্দ্রের বারাসাত জেলা অফিসে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ড: নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়,নেহরু যুব কেন্দ্রের উ: ২৪ পরগণার ডেপুটি ডাইরেক্টর দেব কুমার চট্টোপাধ্যায় সহ বিশিষ্টরা। শহীদের প্রতিকৃতিতে মাল্যদান করেন নেহরু  যুব কেন্দ্রের উ: ২৪ পরগণার ডেপুটি ডাইরেক্টর দেব কুমার চট্টোপাধ্যায়। গোটা অনুষ্ঠানটি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন নেহেরু যুবকেন্দ্রের উত্তর চব্বিশ পরগণার ডেপুটি ডিরেক্টর দেব কুমার চট্টোপাধ্যায় এবং হিসাবরক্ষক প্রদীপ চক্রবর্তী।