Uncategorized

চলে গেলন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরলতা মঙ্গেশকর

নিজস্ব সংবাদদাতা : সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর না ফেরার দেশে চলে গেলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।

 ৮ জানুয়ারি করোনা ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর। ২৭ দিন ধরে তিনি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন। আজ সকালে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তাঁর জীবনাবসান হয় কোকিল কণ্ঠীর।

১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর মধ্যপ্রদেশের ইন্দৌরে লতা মঙ্গেশকরের জন্ম হয়। সুর সম্রাজ্ঞীর বাবা দীনানাথ মঙ্গেশকর ছিলেন খ্যাতনামা মরাঠী, কোঙ্কনী সঙ্গীতশিল্পী এবং নাট্যশিল্পী। মাত্র ৫ বছর বয়সে বাবার কাছেই গানের তালিম শুরু হয় কিংবদন্তির। ১৯৪১ সালে গায়িকা হিসেবে পথ চলা শুরু হয় লতা মঙ্গেশকরের। প্রায় ৩৬টিরও বেশি ভাষায় ৩০ হাজারের বেশি গান গেয়েছেন লতা মঙ্গেশকর। ১৯৪৮ সালে প্রথম হিন্দি ছবি ‘মজবুর’-এ গান। পরবর্তীতে আয়েগা আনেওয়ালা, প্যার কিয়া তো ডরনা কেয়া, আল্লা তেরো নাম, কঁহি দীপ জ্বলে – ছয় ও সাতের দশকে এসব গান আজ জনপ্রিয়তার শীর্ষে। রেখে গেলেন তাঁর অনবদ্য সৃষ্টি এবং লক্ষ লক্ষ অনুরাগীকে। ভারতরত্ন,পদ্মবিভূষণ,পদ্মভূষণ, দাদাসাহেব ফালকে,জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মতো বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মান কিংবদন্তি শিল্পীর ঝুলিতে রয়েছে।জীবনের দীর্ঘ সময় একের পর এক সাফল্য অর্জন করেন শিল্পী। সুরের যাদুকরের অসাধারন গান প্রজন্মের পর প্রজন্ম শুনে বড় হয়েছে।

সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে সঙ্গীত জগতে শোকের ছায়া নেমে এসেছে।