চলে গেলন চিত্রশিল্পী ওয়াসিম কপূর
নিজস্ব সংবাদদাতা : প্রয়াত হলেন চিত্রশিল্পী ওয়াসিম কপূর। দুর্নীতি করলে চিত্রশিল্পীর বয়স হয়েছিল ৭১ বছর। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে বাড়িতেই তাঁর মৃত্যু হয় বলে পরিবার সূত্রে খবর।
১৯৫১ সালের ৩ জানুয়ারি লখনউতে জন্ম ওয়াসিম কাপুরের। ফাইন আর্টসের তিনি ছাত্র ছিলেন। ভাবনা, উপস্থাপনা ও রঙের ব্যবহার তাঁর ছবিকে আলাদা মাত্রা দিয়েছিল। অমিতাভ বচ্চন, জ্যোতি বসু-সহ বহু রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি তিনি এঁকেছেন। ১৯৮০-৮১ সালে All India Award from the Academy of Fine Arts পুরস্কারে সম্মানিত হন এরপর ১৯৮৪ তে বিড়লা অ্যাকাডেমি অফ আর্ট অ্যান্ড কালচারের তরফে পান All India Award। ১৯৮৪ তেই আবার রাজ্য সরকারের পক্ষ থেকে পান সম্মান। ১৯৮৫ তে শিরোমণি পুরস্কার পান Asian Paints- এর তরফে। অসংখ্য পুরস্কার আছে প্রখ্যাত এই চিত্রশিল্পীর ঝুলিতে।
চিত্রশিল্পী ওয়াসিম কপূর প্রয়াণে চিত্রশিল্পের জগতে শোকের ছায়া নেমে এসেছে।
ছবি – সংগৃহীত।