Breaking News

তারাদের দেশে পাড়ি দিলেন সুভাষ

নিজস্ব সংবাদদাতা : প্রাক্তন ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিক প্রয়াত হলেন। একবালপুরের নার্সিংহোমে তিনি আজ ভোররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সম্প্রতি করোনা আক্রান্ত হন সুভাষ ভৌমিক এমনটা হাসপাতাল সূত্রে খবর। দীর্ঘদিন ধরে ভুগছিলেন কিডনির অসুখে, প্রায় সাড়ে তাঁর তিন মাস ধরে ডায়ালিসিস চলছিল।

কলকাতা ময়দানে ফুটবলার সুভাষের অভিযেক মাত্র ১৯ বছর বয়সে। প্রথম বড় ক্লাব ইস্টবেঙ্গল। মাত্র এক মরসুম সেখানে খেলেই যোগ দেন প্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগানে। সেখানে তিন বছর খেলে প্রত্যাবর্তন লাল-হলুদে। তিন বছর পরে ফের সবুজ-মেরুনে। 

ক্লাব কেরিয়ারে মোট ২৭টি ট্রফি জিতেছিলেন সুভাষ। মোহনবাগানকে দিয়েছিলেন ১৬টি ট্রফি। তাঁর সময়ে ইস্টবেঙ্গল পেয়েছিল ১১টি ট্রফি।  প্রাক্তন কিংবদন্তি ফুটবলারদের ঝুলিতে রয়েছে অসংখ্য পুরষ্কার। কলকাতা ময়দান ভালবেসে সুভাষ বাবুকে নাম দিয়েছিল ‘বুলডোজার’।

বাংলা ও দেশের হয়েও ট্রফি জিতেছেন সুভাষ ভৌমিক। বাংলার সন্তোষ ট্রফি জয়ী দলের তিনি সদস্য ছিলেন। ভারতের হয়ে এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদকজয়ী দলের সদস্য ছিলেন এই প্রখ্যাত ফুটবলার।

প্রাক্তন ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। কলকাতা ময়দানের বুলডোজারের মৃত্যুতে ক্রীড়া জগতে শোকের ছায়া নেমে এসেছে।

ছবি – সংগৃহীত।