Headlines

২-১৮ বছর বয়সিদের জন্য কোভ্যাক্সিনের ছাড়পত্র

নিজস্ব সংবাদদাতা : কোভিড ১৯ সংক্রান্ত সাবজেক্ট এক্সপার্ট কমিটি ২ বছর থেকে ১৮ বছরের শিশুদের জন্য ভারত বায়োটেকের কোভ্যাক্সিনকে জরুরিকালীন ব্যবহারে ছাড়পত্র দিল। হায়দরাবাদ ভিত্তিক টিকাপ্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক ১৮ বছরের কম বয়সের শিশুদের ক্ষেত্রে তাদের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ সম্পূর্ণ করেছে। এই প্রথম ভারতে শিশু ও কিশোরদের জন্য কোনও কোভিড টিকার জন্য ছাড়পত্র দিল বিশেষজ্ঞ কমিটি।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ ও ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির সহযোগিতায় কোভ্যাকসিন তৈরি করেছে হায়দরাবাদের ভারত বায়োটেক। তৃতীয় পর্যায়ের ট্রায়ালে এই টিকা ৭৭.৮ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে বলে জানা গেছে।

রোগ প্রতিরোধ সিস্টেম এই ভ্যাকসিন গড়ে তুলবে এবং পরীক্ষায় এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখতে পাওয়া যায়নি। ভারতে তৈরি এই ভ্যাকসিন দুটি ডোজে প্রয়োগ করা হবে বলে জানা গেছে। এক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় ডোজের ব্যবধান ২০ দিনের থাকবে।

ছবি – সংগৃহীত।