সুন্দরবন খাঁড়িতে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের কবলে মৎসজীবি
নিউজ ডেস্ক : বাঘের আক্রমণে শেষ রক্ষা হলো না। গভীর খাঁড়িতে কাঁকড়া ধরতে গিয়ে বিপ্তি প্রাণ গেল মৎসজীবির। সূত্রের খবর নিহত মৎসজীবির নাম দারিক মণ্ডল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ব্যাঘ্র প্রকল্পের ঝিলার জঙ্গলে। নিহত মৎসজীবির বাড়ি দক্ষিণ ২৪ পরগনা গোসাবা ব্লকের লাহিড়ীপুর গ্রামে।
স্থানীয় ও বনদপ্তর সূত্রে খবর, এদিন তিনজন মৎসজীবি একটি দল সুন্দরবনের জঙ্গলের গভীর খাঁড়িতে কাঁকড়া ধরতে যান। নদীতে কাঁকড়া ধরার সময় হঠাৎই ঘটে বিপত্তি। অজান্তেই ওই মৎসজীবি দলের উপর লাফিয়ে পড়ে বাঘটি। মৎসজীবি দারিক মণ্ডলকে নৌকা থেকে তুলে নিয়ে যায় রয়্যাল বেঙ্গল টাইগার।দেহটি জঙ্গলে নিয়ে পালিয়ে যায় বাঘ।