বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নিয়ে বড় সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট
নিউস ডেস্ক : বিশ্বভারতীেত ছাত্র বিক্ষোভ নিয়ে কড়া সিদ্ধান্ত ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। সূত্রের খবর, আজকের মধ্যেই বিশ্বভারতী খোলার নির্দেশ দিয়েছে আদালত। মামলার অন্তর্বর্তী শুনানিতে হাইকোর্ট জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ৫০ মিটারের মধ্যে কোনও বিক্ষোভ করা যাবে না। দুপুর তিনটের মধ্যে প্রশাসনিক ভবন , উপাচার্যের বাসস্থান সহ যেখানে যেখানে তালা বন্ধ করা আছে সমস্ত তালা শান্তিনিকেতন থানার পুলিশকে ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তী শুনানিতে বিশ্বভারতী অবিলম্বে খোলার নির্দেশ দিয়েছে। বিচারপতি রাজশেখর মান্তা বিশ্বভারতী নিয়ে রাজ্যের ভূমিকার অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেছেন। ছাত্র বিক্ষোভ বন্ধ না করা হলে তিনি কোনও পক্ষের কথা শুনবেন না বলে জানিয়ে দিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য গতকালই নাকি হাইকোর্ট ছাত্রছাত্রীদের বিক্ষোভ তুলে নেওয়ার চিঠি পাঠিয়েছিল। সেটা অমান্য করেই এক প্রকার ছাত্রছাত্রীরা মধ্যরাত পর্যন্ত বিক্ষোভ দেখিয়েছে। তারপরেই দুপুর ৩টের মধ্যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় খোলার নির্দেশ দিয়েছেন বিচারপতি।
ছাত্র বিক্ষোভের জেরে গত কয়েকদিন ধরেই উত্তাল বিশ্বভারতী চত্ত্বর। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বড়ির সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। অচলাবস্থা তৈরি হয়েছিল বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয় প্রায় বন্ধ হতে বসেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি লিখে নিরাপত্তা চেয়েছিলেন উপাচার্য।