১৬ অগাস্ট থেকে খুলছে পুরীর মন্দির
নিজস্ব প্রতিবেদক : আগামী ১৬ অগাস্ট থেকে খুলছে পুরীর জগন্নাথের মন্দির। তবে প্রথম দফায় ১৬ থেকে ২০ অগাস্ট পর্যন্ত শুধুমাত্র পুরীর বাসিন্দাদেরই মন্দিরে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে বলে জানা গেছে। এরপর ধাপে ধাপে সব দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া হবে। মন্দির কমিটির তরফে জানানো হয়েছে, প্রতি শনি ও রবিবার বন্ধ থাকবে দর্শন। সপ্তাহে ৫ দিন সকাল ৭টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত মন্দিরের দরজা পুণ্যার্থীদের জন্য খোলা থাকবে।
করোনা সংক্রান্ত স্বাস্থ্য বিধি মাস্ক পরা, থার্মাল স্ক্রিনিং, স্যানিটাইজার ব্যবহার, শারীরিক দূরত্ব বিধি মেনে চলতে হবে দর্শনার্থীদের মন্দির কমিটির তরফে জানানো হয়েছে। পুরীর জগন্নাথের মন্দির এ কোভিড বিধি মেনেই চলবে দর্শন।